। যুদ্ধ হবেনা।


ভয় নেই ভাইসব, যুদ্ধ হবেনা।
আলোচনা আর বিশ্লেষণ হবে, কোথায় গঠনগত ঘটেছিলো ত্রুটি,
ইন্টারনেট ধরে পৌঁছিয়ে যাওয়া যাবে চুনোপুঁটি গুটিকয় শত্রুর ঘরে।
মৃতরা পদক পাবে, পরিবার কিছু টাকা ও চাকরির আশ্বাস।
পাঁচিলের ওপরে বসা অকম্মা হুলোর মতো দুটো দেশ ইনিয়িবিনিয়ে ম্যাঁও ঝগড়া শানাবে।
এই ক্রমাগত কৃষকের ঝরে যাওয়া দেশে,
ওই রুটিরুজিহীন বেঁচে মরে থাকা দেশে, বাজেটের মুখ্য অংশ যাবে অস্ত্রের খাতে।
আর আমেরিকা, রাশিয়া, ফ্রান্স বা ইজরায়েলে অস্ত্রব্যবসায়ীরা সোল্লাসে গেয়ে উঠবে
‘বসন্ত এসে গেছে’।


তারপর, পরবর্তী  গাড়িটি অকুস্থলে পৌঁছে যাবে ঘৃণার
আর ডি এক্স লোড করে নিয়ে।


ভয় নেই ভাইসব, যুদ্ধ হবেনা।


আর্যতীর্থ