। কাঁদছি না।


কাঁদছি কি? কাঁদছি না। শুকনো চোখ।
যদিও রক্তে পথ থিকথিক পুলওয়ামার।
মরলো যারা, রইলো জমা তাদের শোক।
লড়াই শুরু করতে হবে। পাল্টা মার।


নেতারা সব থামুন এবার। থাকুন চুপ।
তীব্র নিন্দা ইত্যাদি সব থোড় বড়ি..
অন্য বেকার কার্যে ঘোরান ভোটের ধূপ।
আমরা এবার বুলেটগুলো লোড করি।


সৈনিক নয় কেবল ওরা ।আমার ভাই।
ওদের মেরে জইশ যাবে কোনদিকে?
একটাও না পালায় যেন। ধরতে চাই।
দেখি কজন পাঠায় ওরা জঙ্গীকে।


নাকের ডগায় জঙ্গীরা প্ল্যান করছিলো।
বোঝেননি কেউ? নাকি বুঝেও যান চেপে?
চাপান উতোর। এর ছিলো দায়, ওর ছিলো..
চোর পালালে বুদ্ধি বাড়ে। সংক্ষেপে।


আমার দেশে আমার সেনাই হন জবাই।
ক্যালকুলেশন চলছে তবু। ভোটের ফল।
ওদের যারা পুষছে তাদের অন্ত চাই।
মুখোশ ফুঁড়ে ওদের ধরে আনবো চল।


কাঁদবো পরে। আজকে আগুন চোখের জল।


আর্যতীর্থ