।কে।


যত মত, ততগুলো বন্দুক আজ তাক করা মানুষের দিকে।
যত পথ, ততগুলো ঊর্দি পরা সেনাবাহিনী ট্রিগারে হাত রেখে অপেক্ষা করছে,
পথিকের বিন্দুমাত্র নিয়মবিরুদ্ধ পদক্ষেপে গর্জে উঠবে ‘গুড়ুম!’


অনেক দূরে আবছা প্রাসাদ দেখা যায়, বিভ্রম না বাস্তব বোঝা দুষ্কর।
ঈশ্বর থাকেন নাকি সেটার ভেতর, শায়েস্তা করার সময় সেনাযমদূতগুলো সেরকমই বলে থাকে বটে!


তাই যদি হয়, আলোর মুকুটখানা আকাশে লুকিয়ে রেখে যাকে আমি ধুলো পায়ে হাঁটতে দেখেছি,
তিনি তবে কে?


আর্যতীর্থ