। কেউ না।


আমি তোমার কেউ না হলাম, তুমি আমার কিছু তো হও।
রইলে নাহয় মুখ ফিরিয়ে, স্বপ্নতে রোজ সামনে দাঁড়াও।
আমায় ভালোবাসছো কিনা সেসব কে আর ভাবতে যাবে,
চাওয়া পাওয়ার থাকলে হিসেব সময় বিষাদজল মেশাবে।
আমি তো বেশ দিব্যি আছি তোমায় আমার আপন ভেবে,
তুমি আমায় কি ভাবো তার কোন বোকা আর হিসেব নেবে।
হয়তো তুমি কাছে এলে  দেখবো যেমন ভাবি তা নও,
কেউ না হওয়াই ভালো বরং, দূরের থেকে কিছু তো হও।


সব প্রেমই যে দ্বৈত হবে, যুগল মনের আদান প্রদান,
কোন বিচারক দিলেন বলো ভালোবাসার এমন বিধান?
আমি তোমায় ভালোবাসি, কারণ তুমি বাসার মতো,
পাইনি বলে নেই হাহাকার, খায়না যাপন হৃদয়ক্ষত।
ধরো আমি হলাম নাহয় তোমার প্রেমিক ভাগ্যবশে
এখন তোমায় যেমন দেখি তেমন মানুষ থাকবে তো সে?
স্বরলিপি দেখতে গিয়ে যদি দেখি ভুল পুরো গান?
নিজের মতো গাওয়াই ভালো ,চাইনা কোনো আদানপ্রদান।


কাছে এলেই শঙ্কা বাড়ে, ডংকা বাজায় ঝগড়াঝাঁটি,
স্বর্গ ভেবে যাত্রা শুরু, শেষে গিয়ে মিলবে মাটি।
দেখোনি কি ভক্ত থেকে দূরে থাকেন ঈশ্বরেরা?
সামনে এলে প্রতীত হতো নন ভগবান সবার সেরা।
পুণ্যবানের কষ্ট বাড়ে , পাপের ঘরে সুখের বাসা,
কাছে এলেই খেতেন গালি দেওয়ার জন্য মিথ্যে আশা।
বরঞ্চ হই মেহের আলি, ঝুট হ্যায়টাই সচ মেনে নিই,
চায় যদি কেউ আরাধ্যকে, সেই বোকারাম সুখ চেনেনি।
ভাবতে গেলে ভালোবাসা একলা হলেই নিদাগ খাঁটি,
আজন্মকাল প্রেম করে যাও , জীবন বিনা ঝগড়াঝাঁটি।


চাইনা আমি হ্যাঁ বা না’য়ে, আমার প্রেমের স্মৃতিকে বও,
দূরেই থাকি কেউ না হয়ে, তুমি আমার কিছু তো হও।


আর্যতীর্থ