। মেয়ে হোক বরং।


মা বোলো না, কন্যা বলে ডাকো, মাতৃভাষা কোলের ওপর রাখো।


মা’র ওপর আর দায় কতটুক থাকে,
মা-ই তো বরং সবার খেয়াল রাখে,
মা মানে তার আঁচল ছায়ায় বসে , আলাদিনের চিরাগ দেওয়া ঘষে,
যা খুশি তাই তার কাছে যায় চাওয়া,
কিন্তু মায়ের কার থেকে কী পাওয়া,
হিসেবটা তার ভীষণই একপেশে, দায় সারা সব মুখেই ভালোবেসে,
কজন জানো, মা’র কী ভালো লাগে,
সব কিছু কম থাকে মায়ের ভাগে।
তাই ভাষাকে মা বলে যেই ভাবি, ভাষার তাতে হয়না কোনো  লাভই,
হওয়ার দাবি আমরা জানাই বটে,
সত্যি কি আর তেমন কিছু ঘটে?


তাই বলি কি, ভাবনা বদল করে,
মাতৃভাষা বরং খেলুক ক্রোড়ে।
আমরা ভাষার মা আর বাবা হয়ে, আগলে রাখি ঝামেলা সব সয়ে,
পড়শি যদি কুনজরে দেখে,
মেয়ে যেন তার জবাব দিতে শেখে,
খুব রূপসী জন্ম থেকেই সে যে,  গান কবিতায় নিত্য থাকুক সেজে,
রোজ আদরে চোখের সামনে বাড়ুক,
মুখ দেখে তার সবার অসুখ সারুক,
আবদারে তার সাড়া দিতেই হবে, মেয়ের কথা আর বাপ মা ফেলে কবে,
আমরা সে মেয়ের যত্ন নেবো বেশ,
স্বপ্ন দেখা করাবো অভ্যেস,
দেশ বিদেশে ঘুরতে যাবে  সাথে, ঘুমপাড়ানি গান শোনাবো আদর করে  রাতে।


মা বলে তো অনেক একুশ গেলো,
তবুও ভাষার সফর এলোমেলো,
এবার নাহয় অন্য কোরাস গেয়ে, সবাই বলি বাংলা আমার মেয়ে।


কন্যা আদর বেশি পাবে হয়তো মায়ের চেয়ে..


আর্যতীর্থ