।নজর।


গোপন চোখে দেখছে তোকে কোথায় লিখিস রাজার দোষ,
মারছে উঁকি, বলছে টুকি, দেখছি কে কে বাধ্য নোস।
কার গলাতে সুর কেটে যায় ধরলে কোরাস রাজপ্রচার
কালকে কাকে ভোট কে দেবে চেষ্টা সেসব আজ বোঝার।


হোয়াটসঅ্যাপে রাজার নামে গাল দিয়ে যাস বিংশতি
দেখবি এবার ভয়প্রকোপে বদলে যাবে দৃশ্যটি।
আইন এবার বেজায় কড়া, সব স্ক্রিনেতেই দৃষ্টি শ্যেন
দেখেন রাজা দিন বা রাতে ফেসবুকে কে কি বলছেন।


হিটলার হোন দীর্ঘজীবী, সময় আবার কলঙ্কিনী,
নতুন রাজার আইন ধরে, আসেন ফেরত মুসোলিনি।
মুচকি হাসেন জর্জ অরওয়েল, বাস্তবে আজ  কল্পনা
মগজ ধোলাই যন্ত্রটি আর হীরক রাজার গল্প না।


শাসন হাতে পাচ্ছে যারা, গণতন্ত্রের মাথায় চড়ে,
নজরদারি চাইছে তারাই  প্রতি প্রজার গলার স্বরে
এ দেশ রামের এ দেশ বামের এদেশ খ্রিষ্ট আল্লাহরও,
ভাবনাতে চাই স্বাধীনতা , যেই দলেরই ফ্ল্যাগ নাড়ো।


কারোর অনুমতি ছাড়াই, কেউ যদি তার চ্যাট ঘাটে,
রাজার মুকুট যতই পরুক, আসলে সে সিঁদ কাটে।
হতেই পারে তোমার আমার মত মেলেনা কিচ্ছুতে,
আইন যদি চিন্তা বাঁধে, পারবো নে সে বিষ ছুঁতে


স্বাধীন দেশে ভাবনা হবে কেনই বা অচ্ছুত হে?


আর্যতীর্থ