। নারী ও লেখক।


যৌনতা ও জরায়ু,
এই দুটো বাদ দিয়ে নারী নিয়ে কিছু বলো  দেখি!
উঁহু, রূপ বলবে না, যত সুন্দর হোক,
বাসনা না জাগালে আর রূপ হয় সেকি!
প্রসাধনহীন এক হোমো স্যাপিয়েন্স,
ক্লান্তি আঁচলে মুছে দিনের পাওনা দেনা রাখছে হিসেবে,
এভাবে নারীর কথা কতবার কে লিখেছে ,
বলো দেখি ভেবে!


পণ ও পণ্য ছাড়া ,
লাস্য দাস্য ছাড়া নারী কেউ জানো?
আকাশে পাখনা নেই,
খুঁটিতে শেকল দিয়ে নয় আটকানো,
ষড়রিপু, ভালোবাসা ,
আশা ও হতাশা দিয়ে ভরা দেহখাঁচা,
হোঁচটের চোটে আর কুটোসুখ ঠোঁটে নিয়ে
থতমত বাঁচা,
সেরেফ মানুষ হয়ে,
মানুষের ভার বয়ে ন্যুব্জ জীবন,
ধুলো মাটি মাখা সেই কর্কশ গদ্যকথন
কতজন লেখনিতে আঁকে?


এমন জীবন জেনো প্রত্যেক নারীদের ঘামে মিশে থাকে।


আর্যতীর্থ