। ও ধার্মিক।


এদিক গেলে ফেজের দাপট ওদিক গেলে ত্রিশূল,
জন্মভূমির ছা পোষারা দিচ্ছি কিসের মাসুল?
শান্তি চেয়ে সবার পায়ে ব্যর্থ মাথা কুটি,
আল্লাহ এবং রামের তাড়ায় চতুর্দিকে ছুটি,
ও ধার্মিক, খিদে মেটায় কোন ভগবান শুনি,
জ্যান্ত থেকেও নিজেকে আজ লাশের মধ্যে গুনি,
মৃত ছাড়া সইতে পারে কেউ কি এত ভার,
নয় নাগরিক, সব দলে আজ ভক্তকে দরকার।


ভক্ত আমি , ভক্ত তুমি , দুইজনে দুইদলে,
জেব্রা ক্রসিং নেই যে কোথাও , মধ্যে টায়ার জ্বলে।
ট্রেনে আগুন,বাসে আগুন, আগুন পথে পথে,
ছা পোষারা ঝলসে গিয়েও বাঁচছে কোনোমতে,
এদিক থেকে ত্রিশূল ফোঁড়ে, ওদিক ফেজের দাপট
আল্লাহ হো আর জয় শ্রীরামের এমনি থাবার ঝাপট,
গুম হয়ে যায় , চুপ হয়ে যায় পেটের ভাতের দাবী,
ও ধার্মিক , এইবারে কি মানুষ কেটে খাবি?
না খাবি তো কাটিস কেন, পোড়াস কেন বাড়ি,
ভাবের দেশে ধ্বংস বেশে আনলি কেন আড়ি?


আমরা শুধু ভাতের খোঁজে চেয়েছিলাম কাজ,
দু হাত ভরে রক্ত দিলেন যতেক মহারাজ।
কেউ চলে যায় ফেজের ঘরে, কেউ চলে যায় রামে,
‘এ দেশ আমার’ হুহুংকারের তরজা কি আর থামে,
এই ধর্মের , ওই ধর্মের, ধর্মবাজের  গুঁতোয়,
হারাধন আর রহিম শেখের ভাগ্য ঝোলে সুতোয়,
এদের শুধু ছাত চাহিদা ফেরার জন্য রাতে,
রোজ দুবেলা পরিবারের ভাত চেয়েছে পাতে,
ও ধার্মিক, এইটুকু কি খুব বেশি লোভ নাকি,
আল্লাহ ও রাম সবই নিলো, এদের ভাগেই ফাঁকি।


এদিক গেলে মারেন শ্রীরাম, ওদিক গেলে আল্লাহ,
ছা পোষাদের রোজনামচায় শূন্য দাঁড়িপাল্লা,
রুটির খোঁজে বেকার ঘোরে আল্লাহ-রামের বাচ্চা,
ও ধার্মিক, দ্যাখ কিরকম দিন এনেছিস আচ্ছা।


ঈশ্বরেরাই সব খেয়ে নেন, খিদেয় ভোগে তাঁর ছা।


আর্যতীর্থ