।  পরকীয়া এবং ...।


খবর পড়েই রাইকে দিলাম মেসেজ করে ফোনেতে
হায় বুঝিনি ঘনাচ্ছে ঝড় কেমন ঈশান কোণেতে,
মাইরি বলছি , মনে আমার কু ছিলোনা কিছু,
ঝাড়ন তবু রাহুর মতন নিলো আমার পিছু।


ব্যাপারটা কি , খুলে বলা ভালো প্রথম থেকে
মাঝসকালে চমকে গেলাম নতুন খবর দেখে
ভারত নামক জটিল দেশে এও আবার হয়
কোর্ট জানালো পরকীয়া আর অপরাধ নয়।


পাঠিকাগণ, তাকান কেন অমন রোষের চোখে?
এই মোল্লার কোন মসজিদ ভালোই জানে লোকে।
রাইকিশোরী ব্যস্ত থাকেন,খবররা তাঁর চক্ষুশূল
আইন ওঠার খবর দিয়ে এই অভাগাই করলো ভুল।


‘ তোমার অত পুলক কেন, পরকীয়ার কথাতে?
  পারলে তুমি এসব করে আমায় এমন ঠকাতে?
  নির্ঘাত এক পেত্নি এসে ভর করেছে ওই ঘাড়ে
তাই তো ভাবি অফিসসময় বাড়ছে কেন এই হারে।’


এসব কথায় ফিরতি মেসেজ, পড়েই মনে টালমাটাল
মিষ্টি করে দিলাম খবর, বদলেতে পেলাম ঝাল।
মেসেজ করি, ‘প্রিয়তমা, তোমার মুখে এই কথা?
আমায় দেখে সবাই ভাবে আজও চালু দাসপ্রথা’


‘ওসব বোলো পেত্নিটাকে, এখন তোমার রাধা যে,
বাপের বাড়ি যাচ্ছি চলে, শুরু বাঁধাছাদা যে।
দাঁড়াও দাঁড়াও,এবাড়ির তো আমার কাছেই চাবিটা,
তোমার চেয়ে আমার বেশি বাড়ির ওপর দাবীটা।


তুমিই বরং পেত্নি নিয়ে, বাস করোগে শ্যাওড়াতে,
সুপ্রিম কোর্ট দেবে তোমায় , খাবার পোশাক খয়রাতে।
দেখবো তোমার বায়না নিয়ে ভূতনি কদিন ঘর করে,
খোরপোষটা আমায় দিও মাইনে পুরো কড়কড়ে’


আমি তখন ফোন করে দিই, সদ্য শেখা ভিডিও,
( সত্যি যদি ঢুকতে না দেয়, জানোই তো কি জেদী ও)
ওদিক থেকে রাইকিশোরী হাস্যমুখেই হাত নাড়েন,
মেসেজে ঝাড় মুখে হাসি, সব রাইয়েরাই তা পারেন।


হেসে বলি সব এড়িয়ে , দারুণ তোমায় দেখাচ্ছে
জীবন আমার পরের থেকে নিজকিয়াই শেখাচ্ছে।
রাই বললেন আ মোলো যা, লোক শুনলে বলবে কি,
আমি বলি সত্যি গো রাই, তোমায় দেখায় পরস্ত্রী।


ঝড় উঠেছে তারপরে যে, সামলাতে তা কি হিমশিম,
সুপ্রীম কোর্ট , নিজকিয়ায় রায় কিছু দিন ,অতঃকিম?


আর্যতীর্থ