।ফোন করো।


হোয়াটসঅ্যাপে বিজয়াটা থাকুক বারণ আজ।
মিলতে যদি নাই বা পারো, ফোন করো অন্তত,
যান্ত্রিকতায় সরল করে হয় না যে সব কাজ,
মুঠোফোনের আঙুলগুলো বুঝলে ভালো হতো।


ভাসান শেষে কোলাকুলি, মিষ্টি গোঁজা মুখে,
অতীত সে সব। ফ্রীজের ভেতর এখন কারণবারি,
যদিও বা কেউ ডাকে ঘরে ফোন করে বন্ধুকে,
সেটার কারণ পেগ চড়িয়ে ঝালিয়ে নিতে ইয়ারি।


যাক গে সে সব, গেলাস-কথায় মানুষ যাবে রেগে,
মণ্ডপে আর হয় কি সে ভিড় মদ-দোকানে যা হয়?
মিলমিশ আর হয় না কোথাও যেমন মিলন পেগে,
মাতাল যেমন মুক্ত মানুষ, পীর বা সাধক নয়।


কাজেই সে সব মুক্তমনার নিন্দাসাধন ছেড়ে,
মন দেওয়া যাক বিজয়াতে।ব্যস্ত আধুনিকে
সব ক্যামেরাই যখন আগে নিজের দিকে ফেরে,
তখন কি আর প্রাচীন প্রথা থাকতে পারে টিঁকে?


কোলাকুলি ফিরবে না যে আর আমাদের মাঝে,
বুঝছি সেটা বেশ। নিরুদ্দেশে গেছে এমন কত,
তাই বলে স্রেফ মেসেজ করে বিজয়া সেরো না যে,
দুটো কথা বলতে সাথে ফোন করো অন্তত।


আর্যতীর্থ