। পুঁজি।


বন্ধুর পথে যদি হাত থাকে বন্ধুর,
নিকষ আঁধারে সাথী একফালি রোদ্দুর।
সময় যতই সুখ না করুক মঞ্জুর,
বন্ধুরা সাথে হলে হাসি যাবে কোন দূর?


দীন সে মানুষ যার বন্ধুর দিনেতে
একলা কাটছে দিন বন্ধুর বিনে-তে।
শারীরিক যোগাযোগ যত যাক ক্ষীণেতে
ডি এন এর মতো দোস্ত থিতু থাক জিনেতে।


হাসি মজা হুল্লোড়,  রেগে কাঁই ঝগড়া
হেরে গিয়ে ফিরে যায় বিষাদের ঠগরা।
জীবনকে বলি হেসে যত কেন রগড়া,
এ মুলুকে আস্কারা পায় শুধু মগরা।


আত্মীয় পায় লোকে রক্তের ছুতোতে
সুতো ধরে কেউ থাকে আজীবন গুঁতোতে।
বন্ধুতা অমলিন, নেই সেই খুঁত ওতে,
দেখা হলে মন ঘোরে গুপি-বাঘা জুতোতে।


জীবনের কাছে কারো যত থাক বায়না
বন্ধুর চেয়ে দামী আর কিছু পায় না।
নানাদিকে হেরে যদি বিষ লাগে আয়না,
সকলে ছাড়তে পারে , বন্ধুরা যায় না।


দেখো যেন এই পুঁজি কখনো ফুরায় না..


আর্যতীর্থ