। পুতুল।


ভোটার যেমন বিধান দেবেন, তাকেই যদি সং সাজাও,
তবে কেন সংবিধানের নামে প্রেমের song বাজাও?
অমিত পেশী ফুলিয়ে শাসাও, কিংবা করো পাওয়ার প্লে
পন্থা সবই ডেমোক্রেসির ঠিক বিপরীত যাওয়ার যে।


সংখ্যা চেনো তোমরা সবাই, একটু কোথাও কম হলে,
সংখ্যা কেনো, স্ক্যাম চাপা দাও খুব নিরাপদ কম্বলে।
আসল কথা যত কোটি যেখান থেকে ঝাড়ুক যেই
গদির চাবি থাকলে হাতে তখন হিরো শাহরুখ সেই।


এক সরকার যা কাজ করে , পরের জনে থামায় তা,
পয়সা যাদের, তাদের নিয়ে রঙরা মাথা ঘামায় না।
স্টিয়ারিংয়ের হাত বদলে গাড়ির নড়ন ইঞ্চি নেই,
হল্লা করে কাঁচ মোছা হয়, গোল যেখানে ইঞ্জিনেই।


তোয়াজরীতির কুগন্ধী তেল মাখিয়ে পায়ে স্ক্যামধারীর,
ডেমোক্রেসির স্তম্ভ কেটে বেচছে কারা তার শরীর।
তুচ্ছ ভোটার, মালিকরা দেন ইচ্ছেমাফিক রঙ-নিদান,
যার ক্ষমতা, তারই হাতের পুতুল এখন সংবিধান।


আর্যতীর্থ