। সাদা পাতা।


লোক ভালো ছিলোনা সে, পাকা বদমাস
শেষকালে গুলি খেয়ে হয়ে গেছে লাশ।
সে গুলিতে নাম লেখা কোন পেয়াদার,
জানা নেই  , লেখা শুধু এনকাউন্টার।


কিন্তু সে সত্যি না পুরোপুরি ফেক,
গণতন্ত্রতে ওঠে প্রশ্ন অনেক।
পেয়াদার ষড় ছিলো না সে দোষহীন
তাই নিয়ে পেয়াদারা করে ছানবিন।


এইদেশে মামলারা বিদিত জগতে
দশক পেরিয়ে চলে শতকের পথে।
সাক্ষ্যরা জং ধরে ধুয়ে মুছে যায়,
সময় আপনমনে নথি পাল্টায়


আইনের কাছে নেই ধারণার স্থান
আদালত খুঁজে চলে অমোঘ প্রমাণ
পেয়াদার দোষ খোঁজে অন্য পেয়াদা
তদন্তে প্রমাণের খাতা থাকে সাদা


লোক ভালো ছিলো না সে ,পাকা ক্রিমিনাল
হয় এরা আজ মরে নয় মরে কাল।
সওয়ালেরা তবু মনে মেঘ থমথম
কেন তবে তার সাথে মরেন বেগম?


আরেকটা দ্বিধা মনে জ্বলে দিনরাত,
ভালো লোক হলে কিছু হতো কি তফাত?


আর্যতীর্থ