। ষাট মাসে।


ওপরমহল যেটাই করেন করবার নেই কিচ্ছুটি
মানতে হবে মুখ বুজে সব কাজ আর কথার বিচ্যুতি।
নির্বাচনের শেষে নেতা রাজাই বনেন বাস্তবিক
আমরা ফুঁসি কিংবা খুশি, যা ইচ্ছে হোক ভাবগতিক
হিসেব চলে গোপন ঘরে কোথায় কত কাট আসে,
আমরা গণতন্ত্র ভেবে বোতাম টিপি ষাট মাসে।


সত্যি বলো তোমার আমার ইচ্ছে শোনেন কোন নেতা
দেশের কথা যেটুক বলেন, শুধুই ভোটের জন্যে তা।
জেতার পরে সবাই যে যার নিজের সুখের পূর্তিতে
রোম পুড়ে যাক , মগ্ন তখন নিরো নিজের সুর দিতে।
জাত ও পাতের অঙ্ক কষে ভাত ছড়ালেই কাক পাশে,
আমরা তবু লাইন দিয়ে বোতাম টিপি ষাট মাসে।


সাতটা দশক পার করে তাও সাক্ষর নেই সব ঘরে
দেশ লড়ে যায় ধর্ম জাতে নেতা দেখেন চুপ করে।
সক্কলে ঠিক চুপ করে নয়, মদতও দেয় কেউ নাকি
কার ইচ্ছেতে রায়ট লাগে সেসব খবর কেউ রাখি?
যতই কেন নানান ছুতোয় মানুষ বদলে যাক লাশে
প্রতিবাদের নেই ক্ষমতা, বোতাম টিপি ষাট মাসে।


জন্ম থেকেই দেশ হয়েছে মুষ্টিমেয়’র ভোগের দাস,
জনতা কি চাইছে সেটা যায় আসে না তাঁদের খাস।
আবেগগুলো উস্কে প্রচুর  ফুলিয়ে দিয়ে স্বপ্নকে,
বলেন তাঁরা ভাত-বাস-ছাদ আমরা দেবো সব তোকে।
তার পরে যায় বছর বছর, প্রতিশ্রুতির খাক হাসে,
আমরা আবার বোকার মতন বোতাম টিপি ষাট মাসে।


কেউ পোঁছে না, কেউ ভাবে না, ছাই পড়ে যায় লাখ আশে,
গণতন্ত্রের মানে খালি বোতাম টেপা ষাট মাসে।


আর্যতীর্থ