। শুন রে ভাই।


দাদা হিস্যেবে তুকে কটা কুথা বইলেন যাই রে মান্যুষ!
ইদিক উদিক কি দ্যেখছিস,
ওই যন্তরটায় চোখ লাগা কেনে টুকুস,
ত্যবে তো দ্যেখবি । ওই যে রে, মাইকরস্কোপ,
যা দিয়্যে ছোটপারা সব বড় দ্যেখায়,
উইটাতে দ্যেখ না কেনে! ওই ত্যো!
এইবারে মু কে গ্যেছিস জেনে,
চল্লিশ কোটি সাল বড় রে তোর থিক্যে, তবু আজ চ্যিনলি ব্যাটা।
মু করোনা রে, যার জইন্য তোর আজ এত্য ল্যাঠা,
রোজ বদনে এত ত্যানা জড়্যাচ্ছিস,
তবু জ্বর আটক্যাতে লারছ্যিস!
তুরই মতো পক্কিতি মা’য়ের সন্তান,
এই দ্যাখ কেনে স্পাইক প্রোটিন, এবার চিনত্যে পারছ্যিস?


দ্যাখ ভাই, তু মু’কে তুর ঘরে ড্যেকে আন্যেছিস।
বাদুরের সাথে কত্ত কোটি সাল ঘর ক্যরছি, তুরা সিট্যা কুনোদিন জ্যেনেছিস?
ল্যাবরটারি না সখ্যের খানা খ্যেতে গিয়ে দাওয়াতটো দ্যিয়েছিলি,
উস্যব খ্যুজ্যে কি হবেক,
উবজিয়ে বিপদট্যো তো ঘরেই লিয়ে এল্যি,
ওই ত্যোদের ধৃতরাষ্ট্রের মত্যো।
ভাইয়ের পাঁচ ব্যাটাকে না আনালে কি আর হত্যো,
অত বড় লড়াইটোই বাঁইধতো না,
কানার ব্যাটাই তো রাজা হত্যো , নাকি?
মুরা তো করি নাই তুদের সাথে কুনো চাল্যাকি,
তুরাই তো দ্যিলি দুয়ার খুলে তুদের দুনিয়াতে এনে ,
এখ্যন যাব্যি কবে যাব্যি কবে বল্যে কান্দিস ক্যেনে?


  যাক গে যাক, তুর আর মুর লড়াইটো তো চ্যইলবেই,
তবুও বড়দাদা হিস্যাবে তুকে কটা কথা বলে দেই!
এই যে এত দ্যেশ দ্যেশ কইরে হেদিয়ে মরছ্যিস তুরা,
ইখানে পাঁচিল, উখানে নিয়ম, বল্যি করোনা আটক্যাতে তো তুদের বর্ডার ফেল একদম, তব্যু শিখলিনে বাপ,
উ্য সব কালো ধলো হল্যুদ খাঁচা বানায়্যে কুনো লাভ নাই,
তুরা সব মুর মতো, ভাগাভাগি হল্যেও আদতে জানোয়ার তো  একটাই।
তব্যু তুরা যুদ্ধ ক্যরবি, ব্যোম বান্যাবি,
গায়ে ব্যোম বেঁধে উড়্যায়ে দিবি লোকজন!
সব ধন একজোট হল্যে , আমাদ্যের ওষ্যুধ বান্যাতে লাগত্য বল কতখন!


   আর ওই ধম্মো! বাপ রে বাপ, এত্য ভিড় কইরে তুরা কি পাস?
জান্যিস তো সুবাই ভিড় হল্যে ঝাপ্যে আসব্যে করোনাভাইরাস,
মুর নাম বল্যে বল্যে ডাক্তারগুলা
যে গব্বর সিংয়ের মত্যো ডরাচ্ছে,
পরব আর ম্যেলা এল্যেই
সেই সব জ্ঞানগুল্যা তো বানের জল্যে ভেস্যে যাচ্ছ্যে!
তোদ্যের হিঁদু খ্যেলোম,
মোল্লা খ্যেলোম,
কেরেস্তান খেল্যোম. তব্যু তুরা বুঝল্যি না ভাই,
এট্যা তুদের সবাকার,
এই দুনিয়াজ্যোড়া এত্ত কোটি মানুষের সুব্বার লড়াই?


  তুদের ধরবার লেগ্যে মু ত্যো বারবার বদল্যাচ্ছি  ,
উই মিউটেশন না কি বল্যিস না ,
তাই ক্যরছি আর তুদেরকে খাচ্ছি,
তো তুরা কেন বদলাইতে লারছ্যিস রে ভাই?
ইট্যো আর লড়াই কুথ্যায়, যখ্যন ইচ্ছা হয় তখন্যি তো মু জিত্যে যাই!   বদল্যে যা রে মুর চল্লিশ কোটি সালের ছুট্য ভাই ,
মু ভালো কথাটো  বলছ্যি, শোন।
হিঁদু মোল্লা কেরেস্তান থিক্যে,
সাদ্যা কাল্যো হল্যুদ থিক্যে,
এশিয়া আফ্রিকা ইউরোপ থিক্যে  এবার কর মিউটেশন,
সব্বাই বদলে মান্যুষ হ আবার বাপধন।


তুদের ওই ভীষ্মের মত্যো মুও বল্যে দিল্যাম,
মুএর মরণ হব্যে  শুধ্যই তখ্যন।


আর্যতীর্থ