। ট্রাফিক পুলিশ।


আমার শরতে কাশফুল নেই, আকাশেরও ভাগ কম
পুজো এসে গেলে আমার বাড়ির মুখগুলো থমথম।
ঢাকের আওয়াজে আমার বুকে হাতুড়ি পেটাই চলে
আবার নামবে জনতার ঢল, প্যান্ডেলে দলে দলে।


আমাকে  প্রশ্ন কোরো না পুজোয় কে দিলো কয়টা গিফ্ট
আমি শুধু জানি কোথায় পড়বে নবমী নাইট সিফ্ট
তোমরা যখন বেড়াচ্ছো ঘুরে আমি মোড়ে খাড়া ঠায়
আমার ওপর বর্তেছে পথে ভিড় ঠেকানোর দায়।


তোমরা যেটাকে উৎসব ভাবো, কাজ তা আমার কাছে
ঝুটঝামেলায় ঠাকুর দেখার উপায় কি আর আছে!
অঞ্জলি দিতে তোমায় যখন মন্ডপে ডাকে মাইক
কাছেই তখন আমার নজরে বিনা হেলমেট বাইক।


তোমাদের কাছে ছবি পৌঁছায় ট্রাকওলা দিচ্ছে ঘুষ
সবাই কি আর লোভ সামলায়, পুলিশও তো মানুষ!
পুজোয় কাটাও তোমরা  ছুটি , বেড়াও মজা করে
আমি  শহর সামলে রাখি পথের  উর্দি পরে।


আর্যতীর্থ