। তুমি আর আমি।


তুমি প্লাস্টিক ফেলবে, আমিও ডেঙ্গি জমাবো
আপাতসুখের ভল্যুম বাড়িয়ে লাইফ গ্যারান্টি কমাবো।
তোমার আমার ঘুষে চকচকে হলো দূষণের নথি সব
আমি আর তুমি মিলমিশে করি পরস্পরের ক্ষতি সব।


তুমি হেডফোন লাগিয়ে, আমিও ভুলেছি হেলমেট
ধাক্কার দায় পুরো আধাআধি, ট্রাফিক লড়াইয়ে স্টেলমেট।
সবুজে পেরোনো রাস্তা বনাম লালে চালু রাখা গাড়িতে
মৃত্যু ডেইলি সাপলুডো খেলে কম ভাব বেশি আড়িতে।


তুমি সন্ধ্যেতে টলছো, আমিও কিনেই ফিরছি
দিনযাপনের কষ্ট মেটাতে এক ঘাটে এসে ভিড়ছি।
রাত এগারোটা তবু দোকানের ভিড় দেখে যাও.. মাইরি,
হতাশ পুলিশ নিঃশ্বাস মেপে কত আর লেখে ডাইরি!


তুমি কিশোরীকে ছুঁচ্ছো, আমি জুলজুল চোখে দেখছি
আহা কামের আগুনে মহাভিড় বাসে দুজনে জীবন সেঁকছি।
অথচ কাগজে ধর্ষণ দেখে দুজনে উঠছি  আঁতকে,
আমাদেরই  প্রিয় নারীদের দিকে বাড়িয়েছে নখ দাঁত কে!


আমি বালিঢিবি রাস্তায়, তুমিও ফেলেছো স্টোনচিপ,
গাড়ি দিশাহারা ব্রেক দেয় , গা বাঁচিয়ে যায় কোনদিক!
ওই চলেছে স্কুলের বাচ্চা, দেখো অ্যাম্বুলেন্সে রোগী যায়
আজ তুমি আর আমি শিল্পী, এই শহুরে ট্রেকিং ছবিটায়..


তুমি কেন্দ্রকে গাল দাও, আমি রাজ্যকে দুষছি,
ওরা কেউ নয়, দুধকলা দিয়ে আমরাই সাপ পুষছি।
তুমি আর আমি দুজনেই যদি একটু নিয়ম মানতাম,
পৃথিবীর বুকে জেনে রেখো তবে অন্য ভারত আঁকতাম।


আর্যতীর্থ