। উপকারী।


উপকারী বন্ধুতে ছেয়ে গেছে সামাজিক মাধ্যমগুলি,
ফেসবুক  হোয়াটসঅ্যাপ আজকাল তাই বড় ভয়ে ভয়ে খুলি।


ঠিক দেখি কেউ বলে মহাব্যাঙ্গের স্বরে চওড়া মেসেজে,
কচুরিপানার মতো জীবনে ফালতু হয়ে যাচ্ছো ভেসে যে,
তোমার ধর্ম শেষ হয়ে এসেছে প্রায় বাকিদের চাপে,
একদা প্রতাপশালী তোমার ঈশ্বর আজ ভিনভয়ে কাঁপে,
শোনো হে অর্বাচীন, ধার্মিক হলে দ্রুত ফরওয়ার্ড করো
পাশ ফিরে ঘুম দিলে তবে তুমি পাপিষ্ঠ জেনো ঘোরতর।
আমি আছি চিন্তায় কেমন সে ঈশ্বর বাঁচতে মানুষ লাগে যাঁর
প্রশ্ন করতে গিয়ে আঙুল সরিয়ে নিই, ঝামেলার নেই দরকার।


অন্য মেসেজ দেখি, সেইখানে সদর্প ঘোষণাতে কে বলে
চর্ব্যচোষ্য খাও কবজি ডুবিয়ে, উদ্বেগ ভুয়ো সব কোলেস্টেরলে
কারো দাবী ক্যানসার আসলে অসুখ নয়,খাবারের দোষ
কেন যে লক্ষ কোটি ডলার যাচ্ছে জলে ,করে আফশোষ
ব্রেকিং নিউজ কেউ দেয় প্রায় প্রতিমাসে মহাশোরগোলে,
এইডসের রোগী থেকে রক্ত গিয়েছে মিশে পেপসি বোতলে
চারদিকে লোকজন আমার স্বাস্থ্য নিয়ে দেখি ভাবে কত,
আবেগ না আটকালে আমি নিশ্চিত বড় সুনামিই হতো!


কেউ ন মো নমো করে, রাগাশ্রয়ীতে তার প্রবল বিরাগ,
নীলসাদা কারো দাবী তাদেরই রয়েছে হাতে প্রগতি চিরাগ।
এদের বিরোধী যারা, তারা মাঠে নেমে যায় নিয়ে বিষবাণ
মাঝ থেকে মুঠোফোন স্টোরেজে হোঁচট খেয়ে কর্ম থামান।
নানা মিম থিম করে চিত্রে প্রকাশ করে কেউ হকিকত,
রাজনীতিতেও দেখি ধর্মের মতো আছে যত মত তত পথ
সমস্যা একটাই, সেই রাস্তারা সব অভাগার ফোন দিয়ে যায়,
এত মার্গদর্শনে দিনের প্রান্তে দেখি থেমে আছি একই জায়গায়


সামাজিক মাধ্যমে উপকারী বন্ধুরা ঠিক আমায় বেছে  খুঁজে নেন,
শুনতে তা রাজি আছি, যদি প্রতি বাণী পিছু পকেটেও কিছু গুঁজে দেন...


আর্যতীর্থ