।ভোট ২০১৯।


ভোটের প্রচার দিলো শান্তিকে চটকে,
চারিদিকে আলোচনা , কটা পাবে মোট কে।
রাজাদের আড়ি ভাব,  ছা-পোষার কি বা লাভ,
যে আসুক দিন যাবে ভাতে আলু চটকে।


নানা মুনি নানা মত নানাবিধ প্রতীকে,
বাঁধ দিলো সাবলীল নাগরিক গতি-কে।
গালি শুনে চোখা চোখা   নড়ে গেলো কান পোকা
সকলে আনলো তুলে অপরের ক্ষতিকে।


সবার ভাষণে শুনি ক্রুর খল বাকি দল,
‘ এর পরও অমুককে ভোট দিবি নাকি বল’
কানে সিসে ঢালা বিষে   হারিয়ে ফেলেছি দিশে
সকলে খারাপ হলে কোনদিকে বাঁকি বল।


কেউ বলে দেশ নয়, ওর কাছে আগে রাম,
কেউ বলে সেকুলার নয় রে ও, ইসলাম।
কেউ বলে আস্তে   ভালো ছিলো কাস্তে
এর মাঝে কারা করে ভাঙচুর দুমদাম।


সকলেই  কাঁদে শুনি গরীবের জন্যে
কিভাবে করবে ধনী ভেবে নাকি হন্যে
যদিও সময় বলে   তফাত হয়নি দলে
যাদের রাজত্ব তারা পায় রাজকন্যে।


কপটারে নেতা শুনি দিয়ে যান চরকি,
খরচ কে দেয় সেটা জেনে হবে তোর কি?
নেতা মানে দেবতাই    এমনটি ভেবো ভাই
বিরোধী সওয়ালে হবে বিনাদোষে চোর কি?


এত যে ভাষণ শুনি রাম হাত বাম ঘাস
সকলে জাবর কাটে চর্বিত ইতিহাস
ভাত কাজ শিক্ষা   যাবে কোন দিক তা
সে ব্যাপারে মতামত কারো কিছু নেই খাস।


অন্ধতা ছুঁড়ে ফেলে যুক্তিকে খুঁজি যেই,
বুঝি আশু আগামীতে বেকারের রুজি নেই
রাম আসুক না আসুক   কপালে আসেনা সুখ
দেশকে আলোতে নেবে কারো সেই পুঁজি নেই।


পরশপাথর নেই, তবু খ্যাপা খুঁজি সেই...


আর্যতীর্থ