যদি বৃষ্টিও মুছে দেয় তোমার পরশ,
আমি ছেড়েছি বৃষ্টিভেজা সে অনেকদিন-
ঝিমন্ত করিডোরে কালবেলা শুয়ে আছে,
ভালোবাসা আজ শুধু শব্দের ঋণ ।


তবু...
ছেড়েছি বৃষ্টিভেজা সে অনেকদিন ।


বেহিসেবী ক্ষত খুঁড়ে ভুলের কোরাস-
না-মেলা অঙ্ক মিলে শোক-তারা ওঠে ।
আমার এ ভালোবাসা শূন্য-বেসাত,
সে যে ভাগাড়েও ফুল হয়ে ফোটে ।