আমায় প্রশ্ন করো-
কেন পাহাড় আমার এতো ভালো লাগে ।
কেন জাইলোফোনের চেয়েও আমি
হারমোনিয়ামে স্পর্শকাতর ।
কেন ক্যাপসিকামের চেয়েও আমার
বকফুল বড়া বেশি প্রিয় ।
কেন পঁচিশটা বসন্তের সঞ্চয় আমি
একটি মাত্র পঁচিশে বৈশাখে খরচ করে ফেলি ।
নিজেকে দেউলে করে বারবার কেন
পৃথিবীকে চিনে নিতে অস্থির হ‌ই ।


আমায় প্রশ্ন করো-
কেন গন্ধকে আমি ভাগ করতে পারি না
নারী-পুরুষের স্বতন্ত্র অধিকারে ।
কেন আনপড়ের মতো রঙের গোত্রান্তরের
ইতিহাস খুঁজে বেড়াই ।
সময়ের কাছে হাঁটু গেড়ে বসে কী এমন ভিক্ষা চাই
জন্মান্তরের শোধেও যে ঋণ অবশিষ্ট হয়েই রয় !