দলে দলে কত দলাদলি হলো
কানাঘুসো ভিড়ভাট্টায়,
কত কোলাকুলি, সুদিনের বুলি
অঙ্গার হলো হাট্টায় ।
কেঁদে কেঁদে ফেরে, ছানাপোনা-ধেড়ে
হাওয়া মাগে হৃৎপিণ্ড,
হাঁড়ি পুড়ে ছাই, আগুনের খাঁই
স্বপ্নের ভিত-ছিণ্ড ।
হাঁটি ভয়ে ভয়ে, ক্ষয় ছুঁয়ে ছুঁয়ে
বোবাতুর হাড়মজ্জা ।
মারি ঝরা তোড়, দংশিত ভোর
রাষ্ট্র না শ‍রশয্যা !
কোজাগরী পথ, কারফিউবৎ
বসুধার কোলে ক্রান্তি ।
জারি-জুরি কল, মৃত্যু-অচল
বৈদ্য ভুলেছে শ্রান্তি ।
ভুল ভাঙে চুপে, স্বজনের ধুপে
গালভরা ছেঁদো কনফেস ।
চিতা রোষ জ্বলে, চুপিসারে বলে ?
বিজেপি না তুমি কংগ্রেস !