অভিধান তন্ন তন্ন করে খুঁজেও
মিলল না 'বিশ্বাস' কথাটির অর্থ ।
অথচ 'ঘাতকতা' জুড়ে দিলে
জীবন হয়ে উঠে এক মস্ত অভিধান
বা তার চাইতেও বেশি কিছু ।
সংজ্ঞা, ব্যাখ্যা, বিশ্লেষণ--
উদাহরণের পরম্পরা এগোতে এগোতে
হঠাৎ ঝলসে উঠে আগুন ।
ধৈর্যহারা অন্তর্ঘাত বিস্ফোরিত হয় ।
শেষে মৃত্যুর অধিত্যকায়
নৈ:শব্দের অনাবিষ্কৃত লিপিতে
দৃশ্যমান হয় 'বিশ্বাস',
তার গূঢ়ার্থ প্রতিধ্বনিত হয়
প্রতারিতের দীর্ঘশ্বাসে ।


আর এ ভাবেই গড়ে উঠে
বিশ্বাসের এক অবিশ্বাস্য অভিধান--
দিন থেকে দিনান্তে-- বর্গে, বর্ণে, পাথুরে সভ্যতায় ।