দু:খ রে তুই ভাগ্যিস ছিলি কাছে !
তোর মতো নেই নাছোড়বান্দা
ঘুমকাতুরে শীতের ছাদে
বাস্তুহারা রোদের মতো
জাপটে ধরে আছে !

বাউন্ডুলের ফোসকা-দুপুর,
মেঘলা-রাতের হাপিত্যেশে,
খাবলে খাওয়া নিথর আলোয়,
স্বপ্নদোষের বদভ্যাসে ।
তুই জুড়ে রোস আনখ আমার-
নিত্য নতুন ফন্দি নিয়ে,
সুখপাখিটা দেমাক দেখায়
জাহান্নামে পালিয়ে গিয়ে ।