ঠায় দাঁড়িয়ে আছি, একা একটি তীরে ।
জীবনের আকণ্ঠ জল,
তবুও তৃষ্ণা মোহনায় ।
ঢেউয়ের পরবে ঈশ্বর
এতিম হয়ে ফেরে ।
তবুও মধুকৃষ্ণা আসে
আগুনের আখর পেরিয়ে
গোধূলির সীমান্ত ধুতে কবিতায় ।


ঠায় দাঁড়িয়ে আছি, একা একটি তীরে ।
যে ভূগোল ইতিহাস হলো
ভাষায় ভালোবাসায়;
নামেনি নিলামে,
লিখেনি নৈঃশব্দ্য-দাসখত;
যেখানে জবান এখন‌ও জাগে
ভৈরবী কৃষ্ণচূড়ায়,
আমি তার ভগ্নাংশ ।


দু'হাত বাড়িয়ে
ঠায় দাঁড়িয়ে আছি একা, একটি তীরে ।
এ তো তীর, তীরন্দাজ নয় ।
তেমাথায় দাঁড়িয়ে থাকা, বেঁচে থাকা নয় ।