গ্রহণ লাগা চোখে
তুমি আমায় নতুন করে
কোন গ্রহণ দেখার আর্জি করো, নীহারিকা !
সেই তো আলো ছায়ার খেলা,
এক‌ই কক্ষপথ জুড়ে
বাধ্য কিশোরের মতো চাঁদমামার ইতস্তত বিচরণ,
আর ক্লান্ত পথিকের পায়ে
পথ বেহিসেবী হলে
আড়ালে আলোর উচ্চারণ ।
এই তো রং-ফিকে পৃথিবীর সূর্যগ্রহণ ।


এই কালো ছায়া
সময়ের ঘষা লেগে গায়েব হয়েছে চিরকাল ।
মাটির পৃথিবী বড় অদ্ভুত ।
এমন এক সরলরেখায়
অসময় উঁকি দিয়ে
আঁখরটা ফেলে রেখে চলে যায় ।
পড়ে থাকে সাঁকো, মিথের আড়ালে কুঁজো হয়ে ।


নীহারিকা,
তোমার উদাসী দাওয়ায়
ছায়ার আড়াল, কত লুকোচুরি-
সময় পেরিয়ে মুছে যায় ।
এ শহরে ছায়া নেমে এলে-
ছায়া থেকে যায়,
দূরত্বে ধার বাড়ে,
জেগে থাকে জীবনের অন্তক্ষরণ ।


নীহারিকা,
তুমি জেগে থেকো স্বপ্নের টেলিস্কোপে ।
জেগে থেকো,
প‍রিযায়ী হৃদয়ের বর্ণমালায়-
আস্থার শ্লোকের মতন ।