ফের যদি মা জন্ম জাগে,
বারুদ পুরিস রক্তরাগে,
নির্ভয়া তুই অভয় মন্ত্রে
উদ্বোধিত হোস ।
এ'জন্ম তোর আগুন মাখা
জীবনটাই আফসোস ।


ফাঁসির ভোরে কান্না শুনে,
আর পারি না প্রহর গুনে,
হাজার ভিড়ের চোয়াল ভেঙে
আসবি কবে তুই ।
ঘুম পাড়ানি আখর দিয়ে
তোর কপালে ছুঁই !


এখন আমি হিসেব ছাড়া,
হাজার মেয়ের স্পর্শে কাড়া,
ওদের মাঝেই তোর ভয়াতুর
মুখটি যখন- হায় !
আয় না মেয়ে শিখিয়ে দেবো
বাঁচার অভিপ্রায় ।


বৈরি যখন জন্ম দাগে,
বিষিয়ে রেখে অস্ত্র আগে,
শরীরখেকো হাঙর ঠোঁটের
লোভের বুকে বোস ।
আট কুঠুরির দরজা আঁটা
সেই মেয়ে তুই নোস ।