হে আরোগ্য, অভিমান ভোলো ।
এসো আলিঙ্গন করো
জোরে, আর‌ও জোরে, দ্রুত
উদ্বাহু পৃথ্বীর আষ্টেপৃষ্ঠে; এসো
ধ্বস্ত সময়ের নিষিক্ত দ্রাঘিমায় ।


তুমি সমুদ্রে ছড়িয়ে যাও ।
ছড়িয়ে যাও পৃথিবীর স্তব্ধ অলিন্দে,
মৃত্যুর অনন্তশয্যায়,
শূন্যের অরণ্য গভীরে ।


এসো, আলিঙ্গন করো, তীব্র অক্লেশে ।


যে আগুন নেভেনি প্রভূত ক্ষমায়,
তুমুল প্রভঞ্জনে বিদ্ধ করো তুমি
হে আরোগ্য ।
আয়ুষ্য ঝড় হয়ে আছড়ে পড়ো
মরণের মানচিত্রে;
উদগ্র অসূয়ায় ।
আগামীর প্রতিশ্রুতি হয়ে ঝরো
পৃথিবীর আনখ অহংকারে ।


তুমি ধন্বন্তরি হলে, হে আরোগ্য
ভবিষ্য রামধনু ছোঁবে, অচিরে একদিন ।