আকাশ ভেঙে শ্রাবণ নেমেছিল-
শুধু সময় ভিজেনি মেঘে ।
আশার বুকে আঁধার কেঁদেছিল-
চাঁদ নামেনি এই উদ্বেগে ।


ঝরের ঠোঁটে বাতাস পেয়েছিল-
বেঁচে চলার স্বপ্ন সুখ ।
বোতাম ছেঁড়া খাদও চেয়েছিল-
নীলে লাগুক প্রেমের ফুঁক ।


আগুন চোখে ফাগুন দেখেছিল-
ঝিলে শালিক জোড়ের স্নান,
ছাদের কোণে মিছিল করেছিল-
বোবা চোখের অভিমান ।


মোহন মাঝি সেদিন বুঝেছিল-
জলে জ্বলার আগুনও ভাসে,
মোহন মাঝি তবুও গিয়েছিল-
নাছোড় পোড়ার অভিলাষে ।


আকাশ ভেঙে শ্রাবণ নেমেছিল-
তবু যাপনে বড্ড খরা ।
জীবন মানে যাপন'ই জেনেছিল-
সময়-অঙ্ক-হিসেবে ভরা ।