যে নিয়ত নি:স্ব করে, পূর্ণ করে
খেয়াল খুশি মতো-
ভালোবাসার আতুর ঘরে আগুন জ্বালে,
মেঘ-দুপুরে মন খারাপের বৃষ্টি ঢালে-
ভাবতে পারো ! তার রঙের বাহার কতো !


সে আমার টেবিল জোড়া এক ফাঁলি রোদ,
দোয়াত খাগে শিখী ।
ঠাঁই মেলেনি যে রূপকথার শহর জুড়ে,
যে এপিটাফ হয়নি লেখা হৃদয়পুরে-
আরশি ভেঙে সব অভিমান শব্দপাতায় লিখি ।