২২ শে শ্রাবণ,
কোন‌ও মৌনী অমাবস্যা নয় ।
আলোকবর্ষ পথ হেঁটে আসা
একটি ঊর্দ্ধশ্বাস
জিরিয়ে নেওয়া স্বস্তির মতো
খানিকটা আগুন মেখে
অক্ষয়স্নান সেরেছে সন্তর্পণে ।
২২ শে শ্রাবণ,
দেহান্তরিত মেধার জন্মদিন ।


বিলাসী শোকের গাঁথা মালায়,
শতাব্দীর জন্মান্তর ব্যথা
ঢাকা পড়ে উচ্ছিন্ন নীরবতায় ।
চেতনার শতচ্ছিন্ন গিটে
কতকাল ভোর নামেনি;
বাজ পড়েনি আষাঢ় বেলায় ।
সে কি তবে অসার হলো কবি ?
তুমি রশ্মি ছুঁড়ে দাও ।
বর্ষাতি হ‌ও, অকাল বিস্ময়ে ।


প্রগলভ সময়
পায়ে পায়ে মৃত্যু নিয়ে ফেরে ।
তোমার জীবনদেবতার চোখে জল ।
সমুদ্র-ক্ষুধায় ভেজানো নির্মোক
ভবিতব্যের মানচিত্রে দেশান্তরী হয় ।


ধূপের ধোঁয়ায় আজ বড় ক্ষোভ ।
পৃথিবী অশৌচ হলে
চন্দন ফিরিয়ে নেয় আকণ্ঠ প্রতিশ্রুতি ।
২২ শে শ্রাবণ,
ফুলের বদলে ভুলগুলো দিলাম ।