দুয়ার এঁটে ঠাণ্ডা ঘরে
আয়োজন চলছে
অধুনাকে অতীত করার।
নাম হবে তার ইতিহাস।
বুক পকেটে আহত আকাশ
অঝোরে তাই কাঁদছে।
কান্নাভেজা আঙুলে গুনছে
প্রত্যাশা-লাল প্রহর।
মন্দ নয়,যদি মক্তো ছড়ায়
ক্রান্তিকালের গায়ে।


ক্লান্তির কোলাজে ঝটিকা সফরে
সুখপাখি আসে চুপিসাড়ে।
উসকে দেয় নীল ছুঁই ছুঁই ত্রাস,
স্মৃতির ক্যানভাসে রৌশন আকাঙ্ক্ষা
ফ্ল্যাশব্যাকে আঁকে সময়ের সন্ত্রাস।


সে এক গপ্পই বটে...
এক অবয়বহীন যন্ত্রনার।
মুখ-মুখোশের কানামাছির,
চামড়া চিরে চুমু খাওয়ার,
স্বপ্নজালে অ্যাসিড ছোঁড়ার,আর
এক সমুদ্র প্রত্যাশার।
আসছে বর্ষা হয়তো লিখবে উপসংহার।
হয়তো জোটবে
ইনসাফে ঈক্ষিত ইনাম!