বলার আগে বুঝতে যদি পারো
ঠোঁটের বাঁধে গোপন কথার ঢেউ-
ওই ডাগর চোখে আঁকতে যদি পারো
এই হৃদয়-খোঁড়া ভালোবাসার নদী-
বন্ধু হতে আপত্তি নেই আর ।
আপত্তি নেই
চেনা-জানা সর্বনাশে ওড়না হতে ।
আপত্তি নেই
অবিশ্বাসী লোডশেডিং এ ভরসা হতে ।
আপত্তি নেই
ইচ্ছে-স্রোতের আড়-ইশারায় নিষেধ মানার ।
আলাদিনের প্রদীপ যদি ঘষতে পারো-
দুপুর রোদে শহর ঢেকে সাজতে পারি,
সমাজ-ভীরু শাহজাদীর একলা পথের কেউ ।