কোণগুলো বড় দামী আজ ।
আর ঝোপঝাড়, গলিপথ, অরণ্য ।
উত্তপ্ত আবছায়া দুরন্ত সাহসের সাক্ষী,
শুধু চোখ বুজে সময়ের স্বরে ।
নিষেধের ফরমান আহত হরিণী হয়ে কাঁতরায়-
ডানপিটে ভালোবাসা সমুদ্র-রোদ্দুরে
আরক্ত বিদ্রোহে আরো আরো ভালোবেসে
বানভাসি হয় ।


আজ অগোছালো সব ভালো লাগে ।
বেয়ারা সময় হাঁটে বেয়াদপ হয়ে-
তছরুপে শুধু ছুটে মন...


...উদ্বৃত্তটুকু বাকি থাক আজ ।
ভালো থাক ভালোবাসা, ভালোবেসে-
ঠোঁট ছুঁয়ে যদি মেশে সেই মোহনায়,
যেন মন্থিত সুখ পায় সুস্থতা নাম ।