যন্ত্রনা  সয়ে থাকা বিধগ্ধ  দিনগুলি
অবচেতন মনকে বলি কভু যেন নাহি ভুলি
যত্নে লালিত মনে ইচ্ছে যত
হাতরে বেড়ায় খালি ব্যবধান এতো


যন্ত্রনা নিয়ে বাচা বিধগ্ধ দিনগুলি
সুন্দর সন্মান আবেগ আদর সব জলাঞ্জলি
হওয়ায়ে ভাসছে আকুতি চোখে মুখে লাগতেই হাহাকার
হাসির মতন দেখতে তবুও ওটা কিন্তু যেন কান্না


যন্ত্রনা সয়ে বাচা বিধগ্ধ দিনগুলি
সয্য সীমানা নেই তবু পেরলেই মৃত্যু
ঘুরে ফিরে আসে খালি সেই আগুন একই ক্লেশ হাজার ফন্দি নানান ফিকির সবই বৃথা সবই  শেষ
তলানিতে শুধু বেচে আছি এই বেশ আর কি চাই
চাওয়ার সুধুই মৃত্যু তাতেও ভয় যন্ত্রণার ভয়
নেই কোনো ব্যথা নেই কোনো বৃথা শুধুই সুখ অনন্ত অন্তিম সুখ
তীর্থ