গত যুদ্ধে নিহত যারা ,তাদের কথা মনে রেখে
এই যুদ্ধে লড়বে যারা তাদের মনে দেখা দিয়ে
ব্যথার চেয়েও মৃত্যু বড় তার চেয়েও অনেক বেশি সাধিনতা
নিজের জীবন বাচতে হলে চাই জীবন চলার ছাড়পত্র
আরো সবাই বাচবে যদি আমার সাথে যুদ্ধে চলো
ছিনিয়ে নেব ছাড়পত্র আমার উপর শুধুই আমার অধিকার
আমি আমার শরীর মনের উভয়ের আমি উইল চাই
দিতে পারলেনা তোমরা যখন এবার তবে যুদ্ধ হোক
আমার শরীর মনের মালিকানা একই ভাবে একের হয়
অন্য কারো নাও হলে দুটোই কিন্তু আমার হয়
অন্য যদি কাউকে আমি আমার ঘরে থাকতে দি
সে তো আমার অতিথি হবে আর তো কোনো স্হান নেই
তবে কেন আমার ঘরে আমার জীবন হবে তার মালিকানায়
ছিন্ন হবে মিথ্যে কথা অধিকারের নামে ছলনা
নিঃস করে যখন আমি নিজেকে সপেছি তাঁরই পায়
তখন জানি আমি কেমন আমারটাতে মিশিয়ে যায়
শরীরটা তখন বেওয়ারিশ হয় সবাই চায় পালিয়ে যেতে
কেউ দেয় আগুনে জলাঞ্জলি কেউ ভাবে রাখবে ফলক গেথে