বিশ্বব্রহ্মাণ্ডের অসংখ্য সবুজের সমারোহের,
একটি একটি বিবর্ণ হবে,
শুকনো হবে,
ঝরে যাবে,
তো যাক...
তবু সে আমি হব না।
অবসর আসবে ভাবলে
হৃদয় কাঁপে ;
আমার সাধনার ধন
আমার জাহাজ বন্দরে ;
আমাকে প্রয়োজন না থাক,
আমার প্রয়োজন--
দিনলিপিতে,
মধুর ঝংকারে..
তবু হায়!!
স্রোত থাকতে থাকতেই
অবসর আসবে..
আসুক..
তবে ফুল-পাতার মত না
অবসর আসুক-----
নির্মেঘ আকাশে,
সাড়ম্বরে
গোধূলির আয়োজনে..