একবিংশ শতাব্দীর আধুনিকা আমি,
তবু সীমাবদ্ধ জীবন আমার।
দু'পায়ে অদৃশ্য বেড়ি আর মাথায় নিয়মের বোঝা।
টান পড়ে তবু পা টেনে টেনে চলি...
নিয়মের বোঝা ভারী মনে হয় ;
পা টলে...
কখনও পিছলে যাই,
বোঝা থেকে দু'একটা নিয়ম ছিটকে যায়,
ভেঙে টুকরো টুকরো হয়...
সমাজ আধমরা করে ফেলে আমায়।
তবুও সন্তর্পণে পা ফেলি না,
আমি আধুনিকা,
তাই একটু বেশিই উৎশৃঙ্খল।
উদ্দাম চলাফেরার চেষ্টায়
সচেতন ভাবেই
বোঝা থেকে নিয়ম দিই ফেলে,
ভেঙে যায়...
আমাকেও ভাঙার চেষ্টা হয়,
তবুও ভাঙি না।
এ দুঃসাহস আমার উত্তরসূরিদের উপহার...
আমি আধুনিকা...