ছোট ঘরে কাটানো জীবন ছেড়ে
তুমি আমি চোখে মেখে নিয়ে বিস্ময়!
যদি মাখতে যেতাম সোনালী রোদ,
হাত ধরে মেঠোপথে হেঁটে
পার হয়ে কাঁচা-পাকা ধানক্ষেত,
কাঁধে শুধু মাথা টুকু রেখে,
দেখতাম গোধূলির আকাশ,
তবে কি খবর হত বড়োসড়ো?
শুধু বলি সাদামাটা জীবনের
গল্প কি মুখে মুখে ঘোরে!
তা যে সাদাকালো।
যদি মাপা যেত বুকের উত্তাপ
হত তা খবর একখানা!