( ১ )


গুচ্ছ গুচ্ছ রজনীগন্ধা আমার জানালার পাশে,
তবু কই সুগন্ধ পাই না তাতে।
আমার শরীরে শুধু প্রিয়জনের
চিতার ঘিয়ের ঘ্রাণ।


              ( ২ )


কংক্রিট দেওয়ালে
বাঁধা আছে শেকলে
আধুনিক শৈশব।
নস্টালজিক হওয়া
তবু কি বারণ?
মনের গভীরে
এখনও অজান্তে
বেঁচে আছে শৈশব।