মন আমার হারিয়ে ছিল আজ কথাও গেছে ফুরিয়ে,
তোমার আমার হবে না দেখা আর এই জন্মে।
খুব সম্ভবত সেদিন ছিল নভেম্বরের বারো;
আমাদের কথা হঠাৎ বন্ধ হয়ে গেল,
আমরা এখন কেবল দুটি সমান্তরাল রেখা...
বিন্দুতে মেলানো যায় না এদের শর্ত কেবল এইটা,
ব্যাস এইটুকুই...
বছর সাতেক আগের কথা;
জাগিয়ে দিল অতীত ব্যথা,
আমার ছিল নীরবতা
তোমারও ছিল স্তব্ধতা,
রয়েছে কেবল অতীতচারিতা;
ব্যাস এইটুকুই...
বছর সাতেক পরের কথা,
এখনও বজায় মৌনতা;
তোমারও শক্তি স্তব্ধতা,
ভ্রংশ ক্রমশ স্মৃতিটা...
ব্যাস এইটুকুই...
অসুখ এবার নিদান দিয়েছে আমায়,
ক্রমে ক্রমে রূপের সাথে হচ্ছে আয়ুক্ষয়,
পূর্ণিমারও পরিবর্তন হচ্ছে অমাবস্যায়।
নীরবতা কিন্তু এখনও রয়েছে বজায়,
কলম এখন ব্যাস্ত শুধু লেখায়...
ব্যাস এইটুকুই...