সমাজের মনে আজও জাগে এক হর্ষ,
একটি একটি দিন করে পার আজ নববর্ষ।
নতুনের আগমনে কাটে সাময়িক বিমর্ষ!
আঠারো পেরিয়ে আজ হল যে উনিশ;
রাত জেগে যুবকেরা জানাবে কুর্নিশ!
বারোটার কাঁটা যেই ঢলে ধীরে ধীরে;
সমাজ ঘুমিয়ে পড়ে নেশারই ঘোরে!
কাঁটা টিকটিকি চলে সময় পেরিয়ে যায়,
রাত কেটে রাত হয়ে বছর এগিয়ে যায়।
বছর বৃদ্ধ হলে সংখ্যা পাল্টে দেয়,
জীবও বৃদ্ধ হলে অবসর পায়,
বৃদ্ধ সমাজ তবুও ধুক্ধুক্ চলে।