দীপাবলির রাতে আমি একলা ছাদের মাঝে
     দীপ জ্বালিয়ে আছি বসে তোমার অপেক্ষাতে,
     আসবে তুমি কথা দিয়েও বছর গেল ঘুরে;
      নতুন জগৎ মায়ায় তোমায় নিলই গ্রাস করে,
       চারিদিকে বইছে যখন খুশির হাওয়া,
      মনপটে উঠল ভেসে অতীতচারিতা;
      শতশত বাক্যবাণে বিদ্ব তোমার হৃদয়
      যত্ন করে রাখবে কি এখনও সেসব বিষয়!!
      বোঝনা আমার ছেলেমানুষি,
      বোঝনা দুষ্টু আমি!
      আমারও মনের গোপনে জমেছে
       নালিশ বিন্দু বিন্দু...
       স্বপ্ন জাল বুনছি যখন আপন মনে;
       ভ্রম ভাঙাতে হাজির তুমিই অতর্কিতে,
       অন্ধকারের মাঝে তুমিই আলোর শিখা,
       তোমায় পেয়েই আঁধার পেল আলোক রেখা।
       দীপিত হল দীপান্বিতা অমাবস্যা।