আজ একবার চোখ রেখো রাতের আকাশে,
দেখতে পাবে..
হারিয়ে গেছে চাঁদটাও আজ ঘুটঘুটে অন্ধকারে।
যদি পারো..
না হয় দু'পা এগিয়ে যেও চিলেকোঠার রুমে,
আরও ভালো হত যদি..
আরও কয়েক পা এগিয়ে যেতে ছাদে;
ছুঁয়ে দেখতে হিমেল হাওয়া টাকে..
কিছু অনুভূত হল?
জানি হয়নি..
তবে ভালো করে খুঁজে দেখো
তারারাও জ্বলছে না..
তারা যে নির্বাসিত মেঘের জন্যে!
যেমন আমি!
তোমার জন্যে!
আমাদের ফারাক তবু কতটুকু..
ছাদ থেকে আসমানে হাত ছোঁয়াতে যতটুকু!
ঠিক ততটুকু!
যদি পারো..
আজ অন্ধকারে মাপতে পারো দূরত্বটা;
ঠিক কতটুকু!