চুন খসছে দেওয়াল গুলোর থেকে,
খুঁত ঢাকছি খুশি মতোই পর্দা গুলো ফেলে।
মাকড়শারাও জাল বুনছে রোজই,
আসবাবেতেও ঘুণ ধরছে স্বভাব মতই।
                ২
সোফার ওপর এলিয়ে হয়ত তুমি;
ক্লান্ত এবং মলিন দেহ তোমার।
শ্রান্ত মনে ফিরছি আমিও বাড়ি,
যেতে তবুও অল্প দেরি আমার।
                ৩
আজকে বড় একলা লাগছে স্টেশন,
ট্রেনগুলোতেও মানছে না নিষেধ;
লাল পতাকা এড়িয়ে ফেলে বেশ,
দুর্নিবার গতি ট্রেনের যখন।
                ৪
ব্যাস্ততারও রাখছি নাকো ত্রুটি,
মনের কোনে চলছে আঁকিবুকি;
রাত দশটা বলছে যদিও ঘড়ি,
গভীর রাতেই ফিরব না হয় বাড়ি।