ফিরতে দেরী হবে বলে,
আমি ঝরে যাওয়া ইতিহাসের প্রত্যেকটা পাতা অধীর প্রত্যাশায় কুড়িয়ে এনেছি।
সুতো দিয়ে বুনেছে আমার হাত দিন-রাত,
যাতে ইতিহাস বেঁচে থাকে পাতায় পাতায়।
কত বীজে ফলেছে ফসল,
কেউবা খোলসে গেছে মারা।
কারো ছিল বিস্তার, স্বস্তি ভরা শ্বাস!
কারো বা আকাশ ঢেকেছিল কালো ধোঁয়ায়।
কখনো ভেঙেছে কেউ চুরমার হয়ে,
কেউ নিঃশব্দে!
কেউ কেউ জেগেছিল মায়াবী সংসারে;
নিয়েছিল হাসনুহানার ঘ্রাণ।
সেসব তো ঝরে গেছে ফোঁটা কেটে,
জন্ম জন্ম আগে।
তবু ফিরতে দেরী হবে বলে;
জীবনের নব অভিযান সেরে গেছি আমি!
এ মায়াবী সংসার ঠেলে..