জানো...
তুমি আমাকে আঘাত করেছ বহুবার,
বহুভাবে,
বদলে আমি ক্ষমা করেছি তারচেয়েও বেশিবার।
আর ভালোবেসেছি সীমাহীন..
কেন জানি না...
এই যে তুমি আঘাত করো,
আমাকে কেবল ভাঙতে চাও!
তোমার মত গড়বে বলে!!
তাতেও আমি উৎসাহ পাই,
তোমার ভাবনা জুড়ে আমিই যে..
নিত্যনতুন রাস্তা খুঁজে,
নতুন করে ফিরবে বলে,
আবার আমায় ভাঙবে বলে!
আমিও তো প্রহর গুনি...
নতুন তোমায় দেখব বলে,
সামর্থ্যটাকে বুঝব বলে...
এই তুমি হেরে যাও,
নতুন নতুন ফন্দি এঁটে;
আঘাত করে ছুঁতে চাও!
অপেক্ষা তো আমিও করি,
প্রত্যাঘাতে তোমায় ছোঁয়ার,
ঘাত-প্রতিঘাত খেলা চলে,সম্পর্কের বেড়াজালে...
আবারও তুমি তৈরী থেকো,
নতুন আমায় দেখবে বলে,
ফণায় তোমায় বিষ কমেছে,
হারবে তুমি প্রত্যাঘাতে,
মস্তিষ্ক জুড়ে আমায় রেখে,
নতুন করে আঘাত হেনো..
তবুও তোমায় বাসব ভালো,
এই কথাটা খেয়াল রেখো..