চলাফেরায় ব্যাস্ত আমি বিনিদ্র রাতে
        কিন্তু তুই কেমন নিশ্চল হয়ে বসে,
        মা তখন শুয়ে হাসপাতালের বেডে...
      
                             ২


       ছুরি কাঁচির অবিরাম শব্দ গ্রাস করছে তন্দাকে,
       ওটি রুমের আলো তোর চোখের মণিতে;
       অবাধ্য কিছু স্মৃতি অবিরাম হানা দিচ্ছে মনে...


                              ৩


     হাড়ে ঝিম ধরানো ঠান্ডা নিস্তব্ধ করছে
     লোকালয় কে...
     অবিরাম চলাফেরা ক্রমে ক্লান্ত করছে আমাকে...
     এতটুকু মুহূর্তই কেমন যেন অধৈয্য করছে মনেকে...


                            ৪


       অসহ্য যন্ত্রনায় মাথা ফেটে যেতে চাইছে
     " আলো " তুই তবু নিশ্চল কিভাবে?
      রুক্ষ পাহাড়ের মতো মনে হচ্ছে তোকে...
  
                           ৫
      
       আমার বিশ্বাস স্থির তবু মন যেন অস্থির
       তোর চোখের মণির সাথে তুইও স্থির
       ঐ লাল আলোটার মতোই স্থাবর...


       আমাদের মধ্যে তাই ফারাক বিস্তর।