নিত্যদিন বুকের রক্ত দিয়ে,
অস্থি-মজ্জা সমেত কেউ বুনেছিল এক গভীর অবয়ব;
আমার জীবন নৌকার কাঠামো।
তারপর শুরু হল জলে ভাসা,
অহরহ কত যোজন চলেছি,
সে দীর্ঘ স্মৃতি সব মায়ার,
যত হোক আড়াল,
যত দূরে ঠেলে রাখি পাড়!
যত শুধু ভেসে যাব চাই;
তবু ঠিক সময়ে হবে দেখা ,
হতে পারি নাস্তিক কিংবা
শ্রদ্ধা নিবেদিত আস্তিক!
তবু তো ঠিক বাজবে সে সুর!
যত ভুলে থাকি,
তবু পড়ে মনে--
প্রতিদিন মৃত্যু অভিমুখী...
আজ শুধু জেগে আছি,
ভেসে আছি জীবন নৌকায়।