জীবনের প্রহর বুঝি,
ঐ ফুরিয়ে আসে!
কবে যেন রঙিন পৃথিবী
বিবর্ণ হয়েছে;
তার উন্নততর সমাজবদ্ধ
জীবের গৃহবন্দী দশায়,
এখন আরও ফ্যাকাশে নীল হয়েছে,
মহাকালের তৃষ্ণাকাঙ্ক্ষা দেখে!
রোজ রোজ আবছা হচ্ছে কত মুখ,
কারও নাম নেই, বর্ণ নেই,
তারা তালিকায় সংখ্যামাত্র।
অন্ধকার যত বড়
ততই গভীর।
জীবন-মৃত্যুর আলো-আঁধারে,
যদি কোন আগন্তুক
বুকে করে বয়ে আনে অমৃত!
যদি দেয় ভবিষ্যতের ইঙ্গিত,
মৃত্যুকে উপহাস করে,
শ্লোগান তুলব: "জীবন দীর্ঘজীবী হোক, ছুটে যাক সফলতার দিকে,
সময়ে সময়ে তার ছাপ,
থেকে যাক ইতিহাসে। "